গাজীপুরে
দুই মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে প্রধান শিক্ষিক সহ নিহত ২ আহত ৩
গাজীপুরের চর মারতা এলাকায় ১৭ সেপ্টেম্বর স্কুলের আসার পথে দুই মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে প্রধান শিক্ষিকসহ ২ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন।
স্থানীয় সূত্র ও নিহত স্বজনরা জানায়, ১৭ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮.৪৫মিনিটে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথে চর মারতা এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে কাপাসিয়া উপজেলার অবস্থিত কাজাহাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আয়েশা সিদ্দিকা (৪৬) ঘটনাস্থলেই নিহত হন ও অপর মোটরসাইকেল থাকা ১জন নিহত হন। আহতদের মধ্যে নিহত আয়েশা সিদ্দিকা এর স্বামী মইষা ধামনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর মাষ্টার এর আহত আশংকা জনক থাকায় তাকে উন্নত চিৎকিস্যার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অপর আহত ২ জনকে শহীদ তাজ উদ্দিন মেডিকেলে নেওয়া হয়।