“গাছ থেকে পড়ে ভেঙে গেছে পা
সন্দ্বীপে মাদ্রাসা ছাত্র আবুল হোসাইনের চিকিৎসায় সহযোগিতায় চান পরিবার
সন্দ্বীপ উপজেলার হারামিয়া মুছাপুর সীমান্ত রাস্তার পাশে মুছাপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের চান মিয়া সুকানির বাড়ির মৃত আবুল কালাম ও সুফিয়া বেগমের এক মাত্র ছেলে পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র আবুল হোসাইন( ১৫) সুস্থ হয়ে আর দশজন মানুষের মতই বাঁচতে চান। কিন্তু তার সুস্থ হতে যে অনেক টাকা দরকার! এতো টাকা কে দেবে আবুল হোসাইনের পরিবারকে -এই চিন্তায় বিভোর আবুল হোসেনের মা। সন্তানের চিকিৎসার জন্যে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান শ্রেণী পেশার মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন । জানা যায় গত ৩১ আগষ্ট ২৪ সকাল ১১ টায় গাছ থেকে পড়ে পা ভেঙ্গে যায়। সাথে সাথে প্রথমে মালেক মুন্সি বাজার স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করালে মেডিকেল কতৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেয়, ঐ দিন বিকালে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানে পাঁচ দিন চিকিৎসার পর আবুল হোসাইনকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ৩ দিন চিকিৎসা শেষে সন্দ্বীপ নিয়ে আসা হয়।
আবুল হোসাইনের পিতা মারা যায় সাত বছর পূর্বে, ভাঙা টিনশিট ছোট্ট কুঁড়েঘরে বসবাস, থাকার একটি মাত্র বিছানা, বর্তমানে তার মা সুফিয়া বেগম নানার বাড়ীতে থেকে অন্যের ঘরে জিয়ের কাজ করে কোন মতে জীবন যাপন করে, ইতিমধ্যেই এক লক্ষ টাকা উপরে চিকিৎসার কাজে খরচ হয়েছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবুল হোসাইন সম্পন্ন সুস্থ হতে আরো ৩ লক্ষ টাকার প্রয়েজন, যে এক লক্ষ টাকা ইতিমধ্যে চিকিৎসার জন্য ব্যায় হয়েছে তা তার বন্ধু সহ এলাকার ছোট ছোট ছেলেরা বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে জানা যায়, গাছ থেকে পড়ে তার ডান পা সম্পন্ন ভেঙে গেছে। এতে চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৩ লাখ টাকা। চরম হতাশা আর বুকভরা কষ্ট নিয়ে পরিবারের লোকজন অর্থের অভাবে আবুল হোসাইনকে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে ফিরে আসেন।আবুল হোসাইন বলেন, গাছ থেকে পড়ে মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল। বর্তমানে আমি বিছানায় কাতরাচ্ছি, আমার বাবা মারা যান যখন আমার ৮ বছর ছিল, আমার মা অন্যার ঘড়ে জিয়ের কাজ করে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, আমি লেখা পড়া করে বড় হয়ে সবার মতে বেঁচে থাকতে চাই, বড় হলে আমি সমাজকর্মী হয়ে মানুষের সেবা করতে চাই।আবুল হোসাইন কে সাহায্য পাঠানোর জন্য – বিকাশ পার্নোনাল +880 1881-658622/01776112232..