জয়পুরহাটে মাদক সেবনে সতর্ক করায়, সাংবাদিকের মায়ের হাতের ৪টি রগ কেটে দিলেন, মাদক ব্যবসায়ী।
জয়পুরহাট পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে গত ৯ তারিখে সকাল ৯ ঘটিকার সময় সাংবাদিক আলামিনের আম্মার বাম হাতের চারটি রগ কেটে দেওয়া হয়।
বড় পুকুরিয়া গ্রামের মোঃ আজাদুলকে কয়েকদিন আগে মাদক সেবনে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আল-আমিনকে অনেক বকাবকি ও গালিগালাজ করে। ওই সময় সে অনেক নেশাগ্রস্ত ছিল। সতর্ক করার পর অনেক গালিগালাজ করে এবং সাংবাদিক আলামিন তার থেকে মাফ নেয়, যে ভাই আপনাকে সতর্ক করা আমার ভুল হয়েছে ।
তার কিছুদিন পর সাংবাদিক আল আমিনের ওয়াইফের মান-সম্মানের টানাটানি করে । সাংবাদিক আল আমিনের মামাতো ভাইয়েরা এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে অনেক বেধর মারপিট করে ,নেশাগ্রস্ত আজাদুল । সে মাদক সেবন করে এবং মাদক (ফেন্সিডিল ও গাঁজা) ব্যাবসা করে এলাকার সবাই জানে । তার একদিন পরে আসাদুল সহ তার ভাই বোন বাবা মা দলবদ্ধ হইয়া লাঠি যাকে কিরিস নিয়ে,সাংবাদিক আলামিনের বাসায় গিয়ে সাংবাদিক আলামিন কে বাসায় না পেয়ে অনেক বকাবকি করে গালিগালাজ করে। আলামিনের আম্মা বলে আপনারা গালাগালি করেন না ,আমার ছেলে বাসায় নাই আপনারা চলে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজাজুলের আব্বা মোহাম্মদ ছাবেদ আলী হুকুম দেয় তার ছেলের নাই তাকেই মারো। এই কথা বলার পরেই আজাদুলসহ তারা দলবদ্ধ হইয়া আমার আম্মাকে আজাদুল ও তার বোনের হাতে থাকা বড় কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে, মাথার বাম পাশে কেটে যায় । সে প্রতিহত করলে দ্বিতীয় আঘাতে সাংবাদিক আলামিনের আম্মার বাম হাতে কব্জির উপরে চারটি রগ কেটে যায় । তখন সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ।
কিছু ক্ষণ পগ্রামের লোকজন তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার দিয়ে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যর্থক চিকিৎসক দীর্ঘ ছয় ঘন্টা অপারেশন করার পর তিনটি রগ জোড়া লাগাতে সক্ষম হয়। একটি রোগ খুঁজে না পাওয়াই পরের দিন ১০ তারিখে বৈকাল তিন ঘটিকায় দ্বিতীয় অপারেশনে চতুর্থ রক্ত লাগাতে সক্ষম হয়। বর্তমান সে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
মাদকদ্রব্য সেবন করে এমন জঘন্য কাজ করার জন্য বিষয়টি থানায় অবগত করলে । ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বিষয়টি তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।