শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে একই বাড়িতে সরকারের বরাদ্দকৃত দুটি ডিপ টিউবওয়েল।
অতিরিক্ত টাকা দিলেই উপজেলা থেকে পাওয়া যায়,সরকারী ডিপ টিউবওয়েল অথচ ৪,৫ বছর ধরে সরকারী নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়ে টিউবওয়েল পাচ্ছেননা এরকম অনেক আছেন বলে মন্তব্য করছেন এবং বলছেন জনসাধারন। যা অনুসন্ধ্যানী প্রতিবেদনের স্বার্থে আপনাদের সামনে এখন তোলে ধরতে পারছি না।
উপজেলার টিউবওয়েল বিতরণের তালিকায় নাম না থাকলেও পাচ্ছেন টিউবওয়েল। এটা কোন পদ্ধতী জানতে চাই এবং জানতে চায় জনসাধারন।
আবার স্থানীয় প্রতিনিধিগণদের উপর আছে টিউবওয়েল বানিজ্যের অভিযোগ। কারা আছেন এই টিউবওয়েল বানিজ্যের দূর্নিতীর সাথে তোলে ধরব আপনাদের সামনে অতিশিগ্রই। শুধু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তথ্য দিয়ে সহযোগীতা করবেন।