__আমারে ডেকেছে__
__মো: সোহানুর রহমান সোহান _
আমারে ডেকেছে কৈশোর ফিরে ডেকেছে নদীর জল,
আমারে ডেকেছে হিজল জারুল নিশিন্দা বেতফল__
আমারে ডেকেছে ঝাউ হরিতকি পিয়াল কলমিলতা ,
আমারে ডেকেছে তমালতরু ডেকেছে বিষণ্নতা—
আমারে ডেকেছে দস্যি ছেলে ডেকেছে মধ্যদুপুর,
আমারে ডেকেছে শান্ত বাতাস ডেকেছে পদ্মপুকুর __
আমারে ডেকেছে নিরালা ক্ষেত ডেকেছে বিরান মাঠ,
আমারে ডেকেছে বেঁপু বাঁশী ডেকেছে নদীর ঘাট__
আমারে ডেকেছে এক্কাদুক্কা ডেকেছে তারা গুটি,
আমারে ডেকেছে সাতছারা কাঁশবনে লুটোপুটি__
আমারে ডেকেছে আখন্দ সাড়ি ডেকেছে বাঁশের বন ,
আমারে ডেকেছে তেঁতুল তলায় হাওয়া শনশন—
আমারে ডেকেছে মটরশুঁটি আর রুপশালী ধান,
আমারে ডেকেছে শিম নটে শাক মহুয়ার ঘ্রাণ__
আমারে ডেকেছে নিরিবিলি পথ চৌরাস্তার মোড়,
আমারে ডেকেছে নিশব্দে গানে প্রিয় হিজলপুর _