মহসিন মিয়ার আবেদনের প্রেক্ষিতে পরিচ্ছন্ন
কর্মীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক ভবন
শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ও সার্বিক প্রচেষ্টায় শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পাচ্ছেন ৭ তলা বিশিষ্ট আধুনিক ভবনেরথাকার সুবিধা।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অত্যাধুনিক এই ভবন নির্মাণের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ যা মহসিন মিয়া মধুর সুন্দর চিন্তা চেতনার প্রতিফলন।
শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে পরিচ্ছন্ন কর্মীদের আবাসন নিশ্চিতের লক্ষ্যে আধুনিক এ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবো।