সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত ও আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ। আজ ০৯/০৯/২০২৪, সোমবার দুপুর ১২ টায় , সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত ও আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। অনুষ্ঠানের শুরুতে দেশের সকল বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর জেলার সকল থানা থেকে আগত ছাত্র-ছাত্রীদের এবং নিহত ও আহত পরিবারের বক্তব্য শোনেন । বৈষম্য বিরোধী ছাত্রগণ বলেন ,, যে ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি ,, এই অর্জন যেন বৃথা না যায় সেজন্য আমাদের সজাগ থাকতে হবে । সারাদেশে ঘুষ বাণিজ্য, অস্ত্রবাজি ,চাঁদাবাজি ,দাঙ্গা, হাঙ্গামা ,অবৈধ দখলদার ,যেন না হয়, সেদিকে আমাদেরই খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,, মাহিন ,,টিম লিডার সেন্ট্রাল সমন্বয়ক,, সাইফুল সেন্ট্রাল সমন্বয়ক, আসাদ (বিউপি), ফাতিন, এন এস ইউ, কানিজ আপা,, সেন্ট্রাল সহ সমন্বয়ক,
স্বাধীন (বুয়েট), ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক, মেহেদী সেন্ট্রাল সহ সমন্বয়ক, ইমন সোহরাওয়ার্দী কলেজ, রাকিব (শেকৃবি) সেন্ট্রাল সহ সমন্বয়, শ্রী ঐশিক মশুক প্রমূখ।