গোপালগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গোপালগঞ্জ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে !
সারাদেশে পুলিশ হত্যার প্রতিবাদ বিচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোপালগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।।
সোমবার বেলা এগারোটায় গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস সড়ক প্রদক্ষিন শেষে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।
এ সময় সারাদেশে পুলিশ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বিচারের আওতায় আনার দাবীসহ সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাসহ সব মামলা প্রত্যারের দাবী জানান শিক্ষার্থীরা।।
পরে সেখানে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা।।