সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ দুই পরিবারের ৪ ভাই সহ নিহত ৬
সিরাজগঞ্জে মাইক্রো বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক নুরুজ্জামান (৫২), তার বড় ভাই মোহাম্মদ তারেক (৫৮), একই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪৮) তার বড় ভাই আব্দুল মজিদ (৫৫), জাহাঙ্গীর আলম (৫৮) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্ম বয়রা গ্রামের সিএনজি চালক রাশিদুল ইসলাম। এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের।
রোববার( ৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নলকা- সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের নলকা ব্রিজ সংলগ্ন এসিআই কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুই পরিবারের ৪ ভাই ঘটনাস্থলেই নিহত হোন। চালক সহ অপর একজন সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহতদের পরিবার জানায়, তারা অফিসিয়াল কাজে সিএনজি যোগে বাড়ি থেকে সিরাজগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন। এমন সময় উল্লেখিত স্থানে সিএনজি পৌঁচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি হাইচ মাইক্রবাস তাদের কে চাপা দিলে তারা নিহত হোন।
ঘটনার পরপরই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এসে নিহতদের লাশ উদ্ধার করেন।
এ ঘটনা প্রচার হওয়ার সাথে সাথেই নিহতদের বাড়ি সহ এলাকায় শোকের মাতম নেমে আসে।
এ প্রসঙ্গে কামারখন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম,তাড়াশ উপজেলা আমীর খ, ম, সাকলাইন সহ আরো অনেক।