জয়পুরহাট পাঁচবিবির আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত।
আজ বৈকাল ৪.০০ ঘটিকায় পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাতিনালী ইউনিয়ন পরিষদ চত্তরে দীর্ঘ ষোল বছর পর প্রকাশে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবুর
সভাপতিত্বে বিশাল এই কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এড, মোঃ মামুনুর রশিদ,
বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাস মাষ্টার,অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তান),উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাস
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পূর্ব সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন,আওলাই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম,আওলাই ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ রেজাউল করিম ও মাওলানা মোঃ আনোয়ার হোসেন।
এছারাও উপস্থিত ছিলেন ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারী মোঃ শাহাজান আলী,ইউনিয়ন প্রচান বিভাগের সেক্রেটারী মাওলানা মোঃ রুহুল আমীন,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়।
তিনি দেশে ন্যায়- ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নেতা কর্মীদের যেকোন কোরবানীর জন্য প্রস্তুত থাকার উদাত্ব আহবান জানান।