December 8, 2024, 9:15 pm
শিরোনামঃ
আল আমিন এর বায়ু পথে মিললো দুইটি স্বর্ণের বার নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সাইকেল র্র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত কবরের জীবনটা সহজ হবে না! জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ২ নং- চাড়োল ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা । পড়ালেখা ও খেলাধুলা একে অপরের পরিপূরক- এ দুটো যার আছে সে সবচেয়ে ভালো : লায়ন সৈয়দ হারুন সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা পটিয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁয় কতিপয় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় কতিপয় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় কয়েকজন ইউপি সদস্যের আনা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কলিহার মোড়ে চেয়ারম্যান সালামের ব্যক্তিগত চেম্বারে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকিসহ চেয়ারম্যানের পদ থেকে আমকে অপসারণের চক্রান্ত করছে একটি মহল। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর পরও জীবনের ঝুঁকি নিয়ে আমি পরিষদের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে পালন করছি।
চেয়ারম্যান সালাম আরও বলেন, একটি মহলের উষ্কানিতে পরিষদের সদস্য রইচ উদ্দিন ম-লের নেতৃত্বে কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় ও আত্মসাতের অভিযোগ তোলেন। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। দুর্নীতিবাজ প্রমাণ করতে কতিপয় ইউপি সদস্যকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ওই মহলটি।’চেয়ারম্যান সালাম দাবি করেন, পরিষদে আলোচনার পর কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদের সদস্যরা ওইসব প্রকল্পে সভাপতির পদে থেকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন ও ব্যয় করেন। রাস্তায় স্ট্রিট লাইট ও তারা-৩ নলকূপ স্থাপনসহ রাস্তার সিসিকরণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারি সঠিকভাবে সরবরাহ করা হয়েছে। বল প্রয়োগ ও হুমকি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ সঠিক নয়। এছাড়া খোলা ডাকের মধ্যে পরিষদের পুকুর ও আম গাছ লীজ দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন, নাদিরা পারভীন, আব্দুস সামাদ, আবেদ আলী ম-ল ও দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা