গোপালগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২সেপ্টেম্বর ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার,১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকল আহত-নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা কমিটির সকল সদস্যদের উদ্যোগে উক্ত দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার মাগরীব বাদ গোপালগঞ্জ জেলা মানবাধিকার সংস্থার সকল সদস্য সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানটি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সম্মানীত সাধারন সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক বিশ্বজিৎ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাফুজ, প্রচার সম্পাদক রাতুল আহম্মেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তুহিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: নাঈম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেজবাহ্ উদ্দীন তরিকুল,বিশিষ্ট ব্যবসায়ী মো: সবুজ মোল্লা সহ আরও অনেকে।
ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মো:মাহবুবুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্ত সকল আহত-নিহতদের জন্য দোয়া মোনাজাত করার নির্দেশ প্রদান করেন।তার নির্দেশনায় গোপালগঞ্জ জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার তার বক্তব্যে উপস্থিত সকলকে ন্যাশনাল প্রেস সোসাইটি( NPS) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম সম্পর্কে অবগত করেন।এবং সকল সদস্যদের গোপালগঞ্জ জেলাব্যাপী সৎ ও সততার সহিত আইনী প্রক্রিয়ায় সরকারের ছায়া সরকার হিসেবে একতাবদ্ধ হয়ে অসহায় দু:স্থ অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও আইনি সহায়তায় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান।সেই সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে সহযোগিতারও আহবান জানান।সর্বশেষ দোয়া ও মোনাজাত শেষে মিস্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত করা হয় ।