মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর ৭ম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা ফটিকছড়ি নানুপুরস্থ রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট নানুপুরস্থ মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজীত প্রস্তুতি সভায়
আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দে এর সভাপতিত্বে ও সৈয়দ নাজমুল হুদা ইয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মোহাম্মদ আবুল কালাম,
সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল হক,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ জিয়াউল হক মামুন,মওলানা মোহাম্মদ মঈন উদ্দিন,মোহাম্মদ রফিকুল আলম,মোহাম্মদ আলি নেওয়াজ,মোহাম্মদ এয়াকুব,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,আনোয়ারুল ইসলাম বাপ্পি,মোহাম্মদ নাজিম উদ্দিন,খোরশেদুল আলম লিটন,মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ আদিল,প্রমুখ।
মিলাদ ক্বেয়াম পরিচালনা করেন মাজার শরীফের খাদেম সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম ও আখেরী মোনাজাত পরিচালনা করেন ওরশ শরীফ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবুল কালাম।
ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ পরিচালনা কমিটির পক্ষে ব্যপক কর্মসূচী হাতে নেওয়া হয়।
উল্লেখ্য , আগামী ১ অক্টোবর ফটিকছড়ি নানুপুর হযরত মাওলানা মীর শরাফত উল্লাহ্ (রহঃ)’র বাড়ীস্থ রওজা শরীফ প্রাঙ্গনে হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ মহান ১৬ আশ্বিন মহাসমারোহে অনুষ্ঠিত হবে।এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ওরশ শরীফ পরিচালনা কমিটির পক্ষে দাওয়াত জানিয়েছে।