ফুলবাড়ী ফুটবল সংস্কারে নতুন কমিটি গঠন
,
ফুলবাড়ী দিনাজপুর থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুটবল সংস্কার বিষয়ক আলোচনাসভা ও ফুটবল উন্নয়নে ৩১ সদস্যের নতুন কমিটির নাম ঘোষনা করা হয়েছে।
গত (৩১ আগস্ট) শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাবেয়া কমিউিনিটি সেন্টারে জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশীদ এর সঞ্চালনায় ফুলবাড়ীর সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের আয়োজনে ফুলবাড়ী ফুটবল সংস্কার আলোচনায় সাবেক খেলোয়ার জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক মন্ডল, ৭ নং শিবনগর ইউপি সদস্য নুরু হোসেন,ফুলবাড়ী বার্তার প্রকাশক ও সম্পাদক তাজমিলুরর রহমান নয়ন, ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও ঠিকাদার মাসুদ রানা, সাবেক ফুটবলার রফিকুল ইসলাম, বাবলু, মিঠু, আব্দুর রাজ্জাক, মমিনুল, মেহেদীসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ জমির উদ্দিন সবার সম্মতিতে আমিরুল ইসলামকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য ফুলটবাল সংস্কার কমিটির নাম ঘোষনা দেন।
মোঃ ফয়জার রহমান
দিনাজপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭২৫৭৭৮৭১৯
তারিখ ঃ ৩১.০৮.২০২৪ইং