বাঘায় দুই দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
রাজশাহী বাঘায় হজরত শাহ্ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দুই দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ আগস্ট এই দুইদিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র বাঘা উপজেলা টিমের উদ্যাগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাজশাহী জেলা ইউনিট কর্তৃক আয়োজিত প্রাথমিক চিকিৎসা ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মোসাদ্দেক হোসেন প্রান্ত, সাগর আলী, জাকিয়া অন্তর। উক্ত প্রশিক্ষন শেষে ছাত্র/ ছাএী দের মাঝে সনদ বিতরণ করা হয়। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত, প্রশিক্ষণ কর্মশালয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাঘা উপজেলা টিমের সাবেক টিম লিডার আসিফ রহমান গুঞ্জন, বর্তমান টিম লিডার উর্মি আহমেদ, রাজু আহমেদ, আজমল, বাশার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইয়ুথ কমিটির সদস্যবৃন্দ।