December 6, 2024, 2:00 pm
শিরোনামঃ
সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও মিছিল আগামীকাল শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ” ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কলারোয়ায় ৬ ডিসেম্বর গৌরবান্বিত মুক্ত দিবস

তরুণদের মন-মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আ.লীগের মতো খেসারত দিতে হবে বিএনপিকেও : আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্টাফ রিপোর্টার - ইমরান হক

তরুণদের মন-মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আ.লীগের মতো খেসারত দিতে হবে বিএনপিকেও : আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশের ৬৫ শতাংশ জনগণ বয়সে তরুণ, তাদের মন-মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন, তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে অন্যায় কাজ করা যাবে না। হামলা লুটতরাজ চাঁদাবাজি মাস্তানি দখলদারী করা যাবে না। এসবে জড়িতদের বাধা দিতে হবে। গত শনিবার রাতে নোয়াখালীর সূবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, এ দেশের মালিক সাধারণ জনগণ। এটা শেখ হাসিনারও না, তার বাবারও না। এ বিশ্বাস বিএনপিকেও রাখতে হবে। অন্যায়কারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হতে হবে। আমরা শেখ হাসিনা মতো হলে আমাদের পরিণতিও একই হবে।

তিনি বলেন, বাংলাদেশের ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫ বছরের নিচে। তাদের মনোজগত বুঝতে হবে। যুবকদের চিন্তা, আকাঙ্খা, চাহিদা বুঝতে হবে। বর্তমান সময়ে তরুণ-যুবকদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায় তারা। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা, চাকরি-ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশ হেফাজতে মৃত্যু, নিপীড়ন নির্যাতনের ফসল এটি। ১৬ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেটার সুফল পেয়েছি।

তিনি আরো বলেন, এখন আমাদের চোখ, কান খোলা রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের (নেতাকর্মী) ভুলের সুযোগ নিয়ে তারা ফিরে আসার চেষ্টা করবে। এজন্য কোনোভাবেই ভুল করা যাবে না।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা