জয়পুরহাটের কালাইয়ের উদয়পুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতির সমাবেশ জনতার ঢল
জয়পুরহাট জেলার কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ২৬ আগস্ট বিকেল ৪.০০ টায় মোসলেমগঞ্জ বাজারে মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সংগঠন, পরিকল্পনা ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মোঃ রাশেদুল আলম সবুজ,জেলা জামায়াতের শুরা সদস্য মাওরানা মোঃ নূরুজ্জামান সরকার,কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ,নায়েমে আমীর মাওলানা মুনছুর রহমান,সেক্রেটারী আব্দুল আলীম।
আরো বক্তব্য রাখেন তাইফুল ইসলাম ফিতা, মাওঃ মোজাফ্ফর হোসেন,উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মাওলানা নূরুল আমিন,এ্যাড, আনোয়ার হোসেন,আবু তাহের মুকুল,জেলা শিবির নেতা আব্দুস সালাম, শিবির নেতা মাছুদ রানা,ফিরোজ হোসেন প্রমুখ।