December 6, 2024, 2:53 pm
শিরোনামঃ
সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও মিছিল আগামীকাল শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ” ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কলারোয়ায় ৬ ডিসেম্বর গৌরবান্বিত মুক্ত দিবস

নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

বন্যার্ত ও ক্ষুধার্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়ালো ঐতিহ্যবাহী সৈয়দ Sayed Harun Foundation – সৈয়দ হারুন ফাউন্ডেশন।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার প্রভাবে আমাদের প্রাণপ্রিয় নোয়াখালী বর্তমানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং টপস্টার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর উদ্যোগে সেনবাগ উপজেলার ৫ নং অজুর্নতলা ইউনিয়নের বন্যাকবলিত ১২০০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় ইউনিয়নের সকল আশ্রয় কেন্দ্রে অবস্থানরত এবং নিম্নাঞ্চলের বিভিন্ন বাড়িতে আটকে পড়া দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে চিড়া, মুড়ি, বিস্কুট, পাউরুটি এবং বিশুদ্ধ পানি সহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাদ্য দ্রব্য দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন বলেন, আমরা সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি, যাতে এই সংকটপূর্ণ সময়ে সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা