শ্রীপুরে মাওনা বনরুপা সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ ছাত্র -জনতার হাতে আটক ৩।।।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বনরূপা সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ করার অপরাধে তিনজনকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর দুইটার সময় বনরুপা সিনেমা হলে ভিতর থেকে দেহ ব্যবসা করার সময় দুটি মেয়েও এক খদ্দরকে আটক করে। এ সময় কৌশলে হলের ম্যানেজার ও ভাড়াটিয়া মালিক সুজন মিয়া পালিয়ে যায়। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের চরমধুপুর এলাকার সুজন নামে এক লোক সিনেমা হল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছে। সিনেমা প্রদর্শনের আড়ালে বিভিন্ন জায়গা থেকে মেয়ে এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সিনেমা হলের দোতালায় গিয়ে অসামাজিক কার্যকলাপ করার সময় হাতেনাতে তাদেরকে আটক করে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়। ছাত্ররা জানান সিনেমা সুষ্ঠু পরিবেশ প্রদর্শন করতে হবে এবং কোন অসামাজিক কার্যকলাপ করলে হলটি বন্ধ করিয়ে দেয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
বনরুপা সিনেমা হলের মালিক খন্দকার শফিকুল ইসলাম জানান আমরা ৩২ বছর সুনামের সহিদ সিনেমা হল পরিচালনা করেছি। গত প্রায় এক বছর যাবত সিনেমা হল টাঙ্গাইল এলাকার সুজন নামে এক লোকের কাছে ভাড়া দিয়ে দেই। সিনেমা হলের ভিতরে অসামাজিক কার্যকলাপের বিষয়টি আমার জানা নেই,আমি খোঁজ নিয়ে দেখছি। যদি সুষ্ঠুভাবে না চালায় তাহলে তাদেরকে আমরা ভাড়া থেকে উচ্ছেদ করে দেব। কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করার প্রশ্নই আসেনা।
বনরূপা সিনেমা হলের ভাড়াটিয়া মালিক সুজন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অসামাজিক কার্যকলাপের বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি হলের ভিতরে ছিলেন না কেউ কি কোন মেয়ে নিয়ে আসছে কিনা বিষয়টা খতিয়ে দেখবেন।