গত ১৯ আগস্ট নগরীর দেওয়ানজী পুকুর লেনস্হ বাংলাদেশ ইসলামিক একাডেমীর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অধ্যক্ষ মুহাম্মদ নূর নবীর সভাপতিত্বে চাকরিহারা শিক্ষক পরিষদের এক কর্ম নির্ধারণী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইতোপূর্বে নবগঠিত বৈষম্যের শিকার বিগত আওয়ামী সরকারের দুঃশাসনে চাকরিহারা শিক্ষক-কর্মচারী পরিষদ সারাদেশে সরকারিকৃত, বেসরকারি স্কুল -কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষালয়ে চাকরিহারা শিক্ষক -কর্মচারীদের, চাকরি ফিরে পাওয়ার দাবিতে সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন সভা- সমাবেশ , গণসংযোগ, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, দৈনিক সংবাদপত্রে ব্যাপক প্রচার, মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান, বৃহত্তর চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।
এতে চাকরিহারা উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ, মো: সেলিমুজ্জমান মজুমদার, উপাধ্যক্ষ, সরকারিকৃত আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারিকৃত রাউজান কলেজ, অধ্যাপক আবুল মোস্তফা, সরকারিকৃত রাউজান কলেজ, অধ্যাপক মো:শওকত উদ্দিন ইবনে হোসেন, সরকারিকৃত রাউজান কলেজ, অধ্যাপক জহরুল আলম, সরকারিকৃত রাউজান কলেজ, অধ্যাপক আ. হ. ম মামুনুর রশিদ, গহিরা কলেজ, অধ্যাপক জাহের উদ্দিন, গহিরা কলেজ, অধ্যাপক গোলাম ফারুক, গহিরা কলেজ, অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নোয়াপাড়া ডিগ্রি কলেজ, অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহমদ, নোয়াপাড়া ডিগ্রি কলেজ, অধ্যাপক মোহাম্মদ নুর উল্লাহ, ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, মাওলানা কারী মোহাম্মদ ওসমান, শিক্ষক মোহাম্মাদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, মোক্তার আহমদ, অফিস সহকারি, গহিরা কলেজ, আব্দুল হালিম, জসীম উদ্দিন, পিয়ন, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ প্রমুখ।
উক্ত সভায় সর্বস্তরের জনগণকে উক্ত কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।