শেখ হাসিনার বিচার দাবিতে মান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি।।
সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে নওগাঁর মান্দা উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বিএনপি নেতা একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জর হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল, নুর বকস মণ্ডল, রবিউল্লাহ রবি ও আব্দুর কাদের, যুবদল নেতা ডিএম আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার এনাদুল হক ও আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা অধ্যাপক এমদাদুল হক ও নুরুল ইসলাম, ছাত্রদল নেতা শহিদুজ্জামান সালেক, তালহা জোবায়ের ও আজহার আলী সেতু।
নওগাঁ।