June 17, 2025, 7:49 am
শিরোনামঃ
গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮)–কে আটক করেছে পুলিশ। রাজশাহীতে করোনা সনাক্ত। নীল দরিয়ায় ঘুরতে আসলাম এক নারী উপরে অতর্কিত হামলা ও গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা উঠে এসেছ । খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন । ডাক পেলো ২৮তম ব্যাচ ,ডিসি ফিট লিস্টের জন্য। বিপাকে পথচারীরাবিপাকে পথচারীরা,কয়রায় রাস্তার রয়েছে কাটাযুক্ত গাছের ডাল। সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতার অভিযোগ তুলে বিএনপির উদ্বেগ। নরসিংদীর মাধবদীতে প্রেমিক সুমনের বাড়িতে অবস্থান নেওয়ার ৩ দিন পড় প্রেমিকা সুবর্ণাকে বিয়ে করতে বাধ্য হয়। হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার দর্শন ও জিয়ারত।

দিন এসছে তাই কিছু করলাম— মোংলায় ক্ষমতার পালা বদলে অসহায় বিধবা নারীর জাল-নৌকা লুট।।

শেখ মহিউদ্দিন মোংলা প্রতিনিধি ॥

দিন এসছে তাই কিছু করলাম— মোংলায় ক্ষমতার পালা বদলে অসহায় বিধবা নারীর জাল-নৌকা লুট।

 

মোংলায় ক্ষমতার পালা বদলে প্রকাশ্য দিবালোকে গরীব এক বিধবা নারীর মাছ ও জাল-নৌকা জোর পুর্বক লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই নারীকে বেধরক মারপিট করে জখম করা হলে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সম্প্রতি এলাকার এক প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় দখল, মারধরের এমন ঘটনায় প্রতিনিয়ত ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে এলাকাবাসী তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী ওই নারী ও পুলিশ জানায়, ৫৮ বছর বয়সের নাসিমা বেগম নামের বৃদ্ধা স্বামী মারা যাওয়ায় ছোট ছোট ৩ সন্তান নিয়ে জীবন বাঁচাতে সুন্দরবন ইউনিয়নের খড়মা কাঁটা খালে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। পার্শবর্তী এলাকার মোঃ জাফর শেখ ও মোঃ রাসেল শেখ সহ তাদের লোকজন মাছধরার ওই জায়গাটুকু দখলে নেয়ার জন্য দীর্ঘদিন থেকে পায়তারা করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তাই প্রায়ই বিধবা ওই নারীকে দেখলেই অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে ২ ল টাকা চাঁদা দাবী করে। না দিলে তার ছেলে-মেয়েদের মারধর করা সহ ওই খালে মাছ ধরতে দিবে না বলে প্রতিনিয়ত হুমকি দিতো বলে জানায় ভুক্তভোগী ওই নারীর স্বজনরা। শনিবার দুপুরের দিকে দিগরাজ বাজারের পার্শ্বে খড়মা কাটা খালে ওই বৃদ্ধা নারী নৌকা নিয়া মাছ ধরতে গেলে ওই জায়গাটি দখল করতে যায় জাফর শেখ ও রাসেল শেখ সহ প্রায় ৮/১০ জনের একদল দুর্বৃত্ত।

এসময় বিধবা ওই নারীকে জোর পুর্বক টেনে হেচড়ে নৌকা থেকে নামিয়ে মাছ, জাল ও নৌকা লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ না করে ঘটনাটি মোবাইল ডিডিও ধারন করে অনেকেই। এসময় খবর পেয়ে তার পুত্রবধু প্রতিবাদ করে শাশুরীকে উদ্ধার করতে গেলে তাদের দুজনকে মেরে রক্তাক্ত জখম করে খালে পাড়ে ফেলে রেখে মাছ, জাল-নৗকা লুট করে নিয়ে চলে যায়।

সম্প্রতি এলাকার এক প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় দখল, মারধরের এমন ঘটনায় প্রতিনিয়ত ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে এলাকাবাসী তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মোঃ শুকুর আলী শেখ বাদি হয়ে জাফর শেখ, রাসেল শেখ ও রবিউল শেখ সহ অজ্ঞতনামা আরো ৫/৭ জনকে আসামী করে মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত রাসেল শেখ কে এ বিষয় ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, দিন এসছে তাই কিছু করা হয়েছে বলে ফোন কেটে দেয়। মোংলা থানা বিএনপির যুগ্ন আহবায়ক সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা শেখ ফরিদ বলেন, দিগরাজ খরমা কাটা খাল এলাকায় এমন কোন ঘটনা ঘটেনী। তবে দলীয় ছেলে-পেলেরা কিছু ঘটনা ঘটনালে তার সমাধান করার চেষ্টা করা হবে বলে জানায় তিনি

জেলা বিএনপি যুগ্ন আহবায় লায়ন ড. ফরিদুল ইসলাম বলেন, ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর থেকে এলাকায় যেন কোন বিশৃংঙ্খলা সৃষ্টি বা অপ্রতিকর কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রতিটি এলাকায় নেতাকর্মীদের দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ওই বিধবার নারীর জাল-নৌকা ছিনিয়ে নেয়ার ব্যাপারে যদি কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন জেরা বিএনপির এ নেতা।

মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই চটেরহাট ফাড়ির দাযীত্বপ্রাপ্ত অফিসার রফিকুল ইসলামকে পাটানো হয়েছে। তিনি সোমবারে মধ্যে ওই নারীর জাল-নৌকা ফিড়িয়ে দেয়ার জন্য সময় দিয়েছে। যদি এর ব্যাত্তায় ঘটে তা হলে আসামীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্তা গ্রহন করা হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Skip to toolbar