হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু।।
দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।