জয়পুরহাটে নিহত বিশালের পরিবারকে ১ লক্ষ্য টাকা প্রদান।।
জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বিশালের পরিবারে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান
১৫ আগষ্ট বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মজিবুল সরকার বিশাল এর পরিবারের সাথে সাক্ষৎ করে আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ ১,০০০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসরামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,“বিশাল যালিমের হাতে মৃত্যুবরণ করেছে আল্লাহ তায়ালা তাকে শহীদের মর্যাদা দান করুন।
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে,এই জালেম সরকারের পতন হয়েছে। আমরা আপনাদের পাশে আছি আজীবন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি মজিবুল সরকার বিশাল সহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন,জেলা জামায়াতে উন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার,উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),সহকারী সেক্রেটারী আবু রায়হান,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান সরকার সাজু, সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
নিহত কলেজছাত্র বিশাল ছিলেন পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা পেশায় একজন দিনমজুর।
উল্লেখ্য,রোববার (৪ আগষ্ট) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিতে স্থানীয় সহপাঠীদের নিয়ে জয়পুরহাটে যান বিশাল। আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন বিশাল।
এ সময় কয়েক জন আন্দোলনকারী শিক্ষার্থী তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়।পথেই কলেজছাত্রের শারীরিক অবস্থার অবনতি দেখে জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।