January 17, 2025, 10:26 pm
শিরোনামঃ
বিপ্লবী মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যূরালে শ্রদ্বাঞ্জলি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হলেন প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন মুকসুদপুরে বিগত সময়ের মতো প্রহসনমুলক নির্বাচন আর করতে দেয়া হবে না- বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিম নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় মানসিক ভারসাম্যহীনের মৃত্যু সমাজের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশন তুহিন কৃতিত্বের সাথে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ বোয়ালখালীতে আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব  অনুষ্ঠিত নরসিংদীতে আগুনে পোড়া মিলস পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা। গাজীপুর মহানগর এনিমেল হেলথ এমপ্লয়ি এসোসিয়েশনের নতুন কমিটি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গোপালগঞ্জের মুকসুদপুর খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র-জনতা।।।।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র-জনতা।।।

 

দিনাজপুরের ফুলবাড়ীতে টানা ১২ দিন কর্মবিরতির পর নিজ দায়িত্বে ফিরলেন ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশের নতুন করে তাদের কর্মে ফেরায় স্থানীয় রাজনৈতিক দল, ছাত্র, জনতা খুশি প্রকাশ করেন এবং তাদের ফুল দিয়ে বরণ করেন।

গত (১৩ আগস্ট) মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে নিমতলা মোড়ে ঢহলে আসলে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাহাজুল এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীগন। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্মরণ সরকার, জামায়াতে ইসলাম এর পক্ষে ফুল দিয়ে বরণ করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, সম্মিলত পেশাজীবি সংগঠনের পক্ষে পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।ফুলবাড়ী থানাকে স্থানীয় জনতা ফুল দিয়ে বরন করার বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, সরকার পতনের পরে দেশে যে সহিংসতা হয়েছে সেই সময় ফুলবাড়ী থানায় একটিও ঢিল পড়ে নাই। আমরা ফুলবাড়ীতে সকল পুলিশ সদস্য নিরাপদে ছিলাম। আমরা ফুলবাড়ীর মানুষের কাছে চির ঋণী আমাদের ভালো কাজের মধ্যদিয়ে সেই ঋণ শোধ করতে চাই।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, আপনারা আমাদের যে সহযোগীতা করেন তা ভুলে যাবার মতো নয়। আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকে তাহলে আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পাবো এতে কাজে পরিধি বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা