নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত।
নোয়াখালীর সেনবাগে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এর উদ্যোগে দীর্ঘ ১৫-১৬ বছর পর সেনবাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে পথসভায় সেনবাগ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক ভাইস-চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল মালেক এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আবছার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য দ্বীন মোহাম্মদ,সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী মাওলানা নুরুল হুদা মিলন, সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এয়াছিন মিয়াজী, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম হোসেন শাহীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী মো: দাউদ ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত পথসভায় সকল ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা-কর্মী সহ সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।