June 17, 2025, 7:26 am
শিরোনামঃ
গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮)–কে আটক করেছে পুলিশ। রাজশাহীতে করোনা সনাক্ত। নীল দরিয়ায় ঘুরতে আসলাম এক নারী উপরে অতর্কিত হামলা ও গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা উঠে এসেছ । খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন । ডাক পেলো ২৮তম ব্যাচ ,ডিসি ফিট লিস্টের জন্য। বিপাকে পথচারীরাবিপাকে পথচারীরা,কয়রায় রাস্তার রয়েছে কাটাযুক্ত গাছের ডাল। সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতার অভিযোগ তুলে বিএনপির উদ্বেগ। নরসিংদীর মাধবদীতে প্রেমিক সুমনের বাড়িতে অবস্থান নেওয়ার ৩ দিন পড় প্রেমিকা সুবর্ণাকে বিয়ে করতে বাধ্য হয়। হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার দর্শন ও জিয়ারত।

কয়রায় জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় আদালতে মামলা

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

কয়রায় জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় আদালতে মামলা।

 

খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইং ১৪/০৮/২০২৪ তারিখে নির্মল চন্দ্র গাইন বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর-৩৯১/২০২৪। মামলার আসামীরা হলেন শেখর চন্দ্র মণ্ডল, গোকুল চন্দ্র মণ্ডল, বিধান চন্দ্র মণ্ডল,ভূধর চন্দ্র মণ্ডল, ভম্বল মণ্ডল (কৃষ্ণপদ),পরিমল মণ্ডল, সঞ্জিব মণ্ডল।

মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, বাদী অয়ারেশ সুত্রে প্রাপ্ত ৩.৮০ একর জমিতে সীমানা চৌহদ্দি নির্মাণ পূর্বক আসামিসহ সকলের জ্ঞাতসারে সন সন খাজনা পরিশোধ পূর্বক বসবাস করিয়া আসিতে থাকাবস্থায় উল্লেখিত আসামীগণ নিরিহ বাদীকে হয়রানি করার জন্য ও বাদীর উপরোক্ত জমি প্রতারণামুলকভাবে হরন ও অবৈধভাবে ব্যবহারের জন্য বাদীর পিতার স্বাক্ষর জাল করিয়া ৩টি মূল্যবান দলিল যাহার নম্বর (১) দলিল নং ১৯২৪, তারিখ ৩০/১০/২০০৩ ইং (২) দলিল নং ৩০০১ তারিখ ০৯/১০/২০০৩ ইং (৩) ইং ২০/০৩/১৯৯১ তারিখে দলিল সৃজন করে। কিন্তু উক্ত দলিল ৩ টায় বাদীর পিতার কোন দস্তখত নাই বরঞ্চ আসামীগণ বাদীর পিতার দস্তখত জাল করিয়া অন্য লোক দিয়ে দেওয়ানো হইয়াছে।  বাদীর উক্ত জমি আসামীগণ অবৈধভাবে দখল, ব্যবহার ও হরনের মানসে এহেন জাল দলিল সৃজন করিয়া উহা ব্যবহার করিয়া আসিতেছে। বাদী তফসিলভুক্ত জমি অদ্দবদি ভোগ দখলে আছে।  আসামীগণ বাদীর তফসিল্ভুক্ত সম্পত্তি দখলের জন্য পদচারনা করিয়া আসিতেছে। বাদীর পিতা কখনো কিংবা কোন সময়ই কোন দলিলে ওপর কোন স্বাক্ষর বা টিপ সহি প্রদান করেন নাই, এবং উক্ত জাল চুক্তিপত্রের ওপর বাদীর যে স্বাক্ষর দেখান হইয়াছে তাহা বাদীর পিতার স্বাক্ষর নহে। আসামীগণ উক্ত ৩ টি জাল দলিল তৈরি করা ছাড়াও বিভিন্ন সময় বাদীকে জীবনে মারিয়া ফেলার হুমকি প্রদর্শন করিতেছে।

এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Skip to toolbar