শরীয়তপুরে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু।
শরীয়তপুরে সদর উপজেলায় পরিত্যক্ত একটি ডোবার পানিতে পড়ে ডুবে যাওয়ায় ( তাহমিদ ) নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।।
আজ সোমবার (১২ আগস্ট) সকাল বেলায় , শরীয়তপুর সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।”নিহত তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে। ।।
নিহতের তাহমিদের স্বজনদের সাথে কথা বলে এবং স্থানীয়দের সাথে কথা হলে তাঁর জানান ,, আজকে সকাল ,,৯টার,,দিকে এই শিশুটির মা প্রতিবেশীরা একসঙ্গে বসে কথা বলছিলেন।
ঠিক তখনই শিশুটি মা একটু বেখায়িলি হয়ে পড়ায় বাড়ির পাশেই থাকা একটি ডোবা থাকায় সেখানে পড়ে যায় বাচ্চা শিশুটি পরে অনেক,, খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে এলাকার সবাই মিলে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।।।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা শারমিন বলেন,, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।।