সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা।
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা বিএনপি’র আয়োজনে তারেক রহমানের নির্দেশনায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১০ আগষ্ট ) বেলকুচি উপজেলার সমাজ সেবক সম্পাদক বৌদ্ধ নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। তিনি তার বক্তব্যে বলেন
বর্তমান চলমান পরিস্থিতি ঘোলাটে করার জন্য এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হিন্দু ভাইদের উপর হামলা ভাঙচুর চালাচ্ছে। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। প্রত্যেকটা গ্রাম ও মহল্লায় আমাদের শান্তি রক্ষা কমিটি করা হয়েছে। আমাদের ভাইয়েরা সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য সচেষ্ট আছে। কারো কোন ধরনের সমস্যা নেই৷ হিন্দুদের সকল নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা। অনেকে আবার বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। সেগুলোতে কান দেবেন না৷
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন বেলকুচি পৌর বিএনপি আহ্বায়ক হাজী আলতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য গোলাম আযম উপজেলা বিএনপির সদস্য কেরামত তালুকদার সহ অনেকেই।