সিরাজগঞ্জের বেলকুচির বিভিন্ন রাস্তা পরিষ্কার করলেন ‘বিডি ক্লিন’ স্বেচ্ছাসেবী সংগঠন।
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন ‘বিডি ক্লিন’ স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি-উদ্যোগে শুরু হলেও দেশব্যাপী ছড়িয়ে পড়েছে ‘বিডি ক্লিন’স্বেচ্ছাসেবী সংগঠন এর নাম। পরিষ্কার-পরিচ্ছন্নতার এই স্বেচ্ছাসেবী সংগঠনটির মূল শক্তি শিক্ষার্থীরা। বিডি ক্লিনের “স্বপ্ন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া”
শনিবার (১০ আগষ্ট) দুপুর ২ টা সময় বেলকুচি উপজেলার মুকুন্দগাতীর মেইন রাস্তাগুলোতে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। মুকুন্দগাতি বাজার থেকে শুরু করে
বেলকুচি
পৌরসভা পর্যন্ত পরিস্কার করেন বিডি ক্লিলিনের স্বেচ্ছাসেবকরা। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের অংশগ্রহণকারীদের বেশির ভাগ ছিলেন ইস্কুল কলেজের শিক্ষার্থীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন প্রায় ৩০ জন শিক্ষার্থী।
তাদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষের ভেতর পরিচ্ছন্নতার মানসিকতা তৈরি হয়।
‘বিডি ক্লিন’ এর সদস্যরা বলে “আমরা বেশ কয়েকটি স্লোগান, ট্যাগলাইন এবং কিছু বাক্য মেনে চলি। আমাদের ট্যাগলাইন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ স্লোগান ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই’। আর আমাদের প্রত্যাশা ‘শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনাদের’। তা ছাড়া আরো একটা লাইন আমরা বেশ ব্যবহার করি, ‘এ শহর আমার, এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’। এমনটাই বিশ্বাস আমাদের। আমরা চাই, সুনাগরিকের মানদণ্ডে বাংলাদেশ একটি উদাহরণ হয়ে উঠুক।
এখানে অংশ গ্ৰহনকারী শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মত আমাদের দেশটাও আমরা পরিস্কার পরিচ্ছন্ন দেখতে চাই।