সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে
তারুণ্যের জয়যাত্রা।
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে তারুণ্যের জয়যাত্রা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সকালে বান্দরবান সদরের মুক্তমঞ্চ থেকে ছাত্র সমাজের আয়োজনে এ র্যালী শুরু হয়।
র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তাদের হাতে ছিল হাতে লেখা বিভিন্ন রং এর ফেস্টুন।
সাধারণ জনগণের মাঝে আত্ম-বিশ্বাসকে ফিরিয়ে আনা, সুন্দর-সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনার জন্য এ শোভাযাত্রা বলে জানিয়েছেন আয়োজকরা।
এছাড়াও কর্মবিরতিতে যাওয়া পুলিশকে তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে উৎসাহিত করা, বিভিন্ন সরকারি দপ্তর কিংবা প্রতিষ্ঠানকে অভয় দিয়ে তাদের কাজকে সচল রাখতে, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সমাজকে উৎসাহিত করার জন্য র্যালীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীদের কাছে যান।