শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় সময় চুরির ঘটনা ঘটে।
চোরদের কারণে অতিষ্ট হয়ে উঠেছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। আজ রবিবার (১১ আগস্ট) একটি ছেলে চুরির উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলে তাকে হাতেনাতে আটক করা হয়। এই বিষয়টি শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুকে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করেন পৌর মো. মহসিন মিয়া মধু। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সাজ্জাদ হোসেন চৌধুরীকে আশ্বস্ত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কোন সমস্যা ওনাকে সবসময় পাশে পাবেন। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অভিনাশ আচার্য, বিএনপি নেতা ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশীষ সেন গৌতম প্রমুখ।