পটুয়াখালীর মহিপুরে আনসার ভিডিপির মহরা।
পটুয়াখালীর মহিপুরে আনসার ভিডিপির একটি বিশাল মহরা অনুষ্ঠিত হয়, আজ শনিবার ( ১০ আগস্ট ) সকাল দশ টার দিকে মহিপুর, আলীপুর, ও কুয়া কাটায় এই মহরা করেন তারা। তারা বলেন বৈশম্যবাদী ছাত্র আন্দোলন আমাদের কে যে স্বাধীনতা এনে দিয়েছে তা নষ্ট করতে কিছু লোক নৈরাজ্য সৃষ্টি করে তা নষ্ট করতেছে, এরা কোনো দলের নায়, তারা স্বাধীনতা বিরোধী লোক তারা সাধারণ মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুরিয়ে ফেলে এবং লুটপাট করে ।তারা সমাজের আইন শৃঙ্খলা নষ্ট করতেছে,তাদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি এবং সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় সবসময় পাশে আছি। তারা আরো বলেন যারা এসব কাজ করতেছে আামরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।