নওগাঁ সাধারণ শিক্ষার্থী কতৃক বাজার মনিটরিং কর্মসূচি
আরেকটি নতুন দিন এবং নতুন দায়িত্ব।
নওগাঁর সাধারণ শিক্ষার্থী কর্তৃক বাজার মনিটরিং কর্মসূচি।
আজকের সকাল ৬:৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাজার মনিটরিং কর্মসূচি সংগঠিত হয়। ৬:৩০ তে পাইকারি কাঁচা বাজারে সকল সবজি ও অন্যান্য পণ্যের দাম তদারকি করা হয়। এরপর সকল মিষ্টির দোকান,বিরিয়ানির দোকান, হোটেল, মাংস, ডিম, ফলমূল, মসলা পট্টি, মুদি দোকান তদারকি করা হয়। সকল হোটেল, বিরিয়ানি ও মিষ্টির দোকান কিচেন পরিদর্শন করে দেখা যায়: কোথাও তেলের মধ্যে টিকটিকি, ময়লা আবর্জনা পড়ে আছে। প্রায় সকল কিচেনই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে, চারিদিকে ময়লা ও মাকড়সার জাল।
বিভিন্ন মুদি দোকানে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ ২০২২/২৩ সালের পণ্য। আমরা তাদের সকলকে সতর্ক করেছি, রবিবারে আমরা আবার পরিদর্শনে যাব, তাই কোন দোকানেরই নাম প্রকাশ করছি না। একটু বেলা হলে ১০ টার পর, খুচরা কাঁচা বাজার তদারকি করা হয়, এবং পাইকারি কাঁচাবাজারের সাথে খুচরা কাঁচা বাজার দামের পার্থক্য তদারকারি করা হয়। কাঁচা বাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদকের সাথে দেখা করে রাস্তার মধ্যে দোকানের পণ্য রাখা সকল ব্যবসায়ীকে ক্যাশমেমো রাখাসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয় আজকের বাজার মনিটরিং এ অংশগ্রহণ করেছিল: রেড ক্রিসেন্ট রোভার স্কাউট বিএনসিসি সাধারণ শিক্ষার্থীরা সকলকেই অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। আমার কাছে থাকা বাজার মনিটরিং এর কিছু দৃশ্য শেয়ার করলাম।
নওগাঁ।