সিলেটে ছাত্রদের মিছিল থেকে পুলিশের উপর হামলা !!
মুহুর্তে ফাঁকা চৌহাট্টা
সিলেট প্রতিনিধি : সকাল থেকে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে, সেই বৃষ্টিকে উপক্ষো করে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সাথে যোগ দেন অভিভাবক সাধারণ জনতা, এতে করে সিলেট নগরীর চৌহাট্টা সময় যথ গড়ায় ততই মানুষে লোকে লোকারন্যে পরিণত হয়। বেলা ৪.৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল আন্দোলন, রাস্তা অবরোধ চলছিলো। হঠাৎ করে শনিবার ৩ আগষ্ট বেলা ৫ টা থেকে অতি উৎসাহিত কিছু ছাত্ররা পুলিশের উপর ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান তুলে ইট পাটকেল মারতে থাকে।
এতে পুলিশ পরিস্থিতি শামাল দিতে পুলিশ পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে এবং টিয়ার গ্যাস মারতে থাকলে মুহুর্তে মধ্যে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা ফাঁকা হয়ে যায় এবং ছাত্র ও আম জনতা ভঙ্গ হয়ে যায়।
Mailsuite
Sent with Mailsuite · Unsubscribe
03/08/24, 17:42:23