December 11, 2024, 7:45 am
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আওয়ামীলীগ নেতা পিয়ার আলীর কমেনি দাপট আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

সকল সাংবাদিক ভাইদের কে একত্রিত হয়ে থাকার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক

প্রিয় সাংবাদিক বন্ধুগন,
আসসালামু আলাইকুম।

আপনারা অবগত আছেন দেশের এই ক্রান্তিলগ্নে দুই দিকে দুই পক্ষ। মাঝে সাংবাদিকদের অবস্থান৷ আর এরই মাঝে সুযোগ নিয়ে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রবনতা বাড়ছে।

এমতাবস্থায় আপনাদের করনীয়ঃ

১. যে কোনো তথ্যের সূত্র নিশ্চিত হওয়া।

২. গুজব (ফ্যাক্ট চেক) / গুজব হতে দূরে থাকা।

৩. যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে একতাবদ্ধ থাকা৷

৪. সকল গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা৷

৫. নেট এর বিকল্প, এসএমএস ও ফোন কলে যোগাযোগ বজায় রাখতে হবে৷

৬. নিজ নিজ প্রতিষ্ঠানকে অবগত করে সংবাদ সংগ্রহ করতে যাওয়া৷

৭. সবসময় নিজের আইডি কার্ড নিয়ে বের হবেন।

৮. কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে নিরাপদ দূরত্ব হতে সংবাদ সংগ্রহ করতে হবে।

৯. বেশি আপাদকালীন মুহুর্ত আসলে সকল সহকর্মী / আশপাশে থাকা অন্য সংকর্মীকে অবগত করবেন।

১০. সর্বপরি একতাবদ্ধের বিকল্প নেই৷

গত কয়দিনে দেশের এমন পরিস্থিতিতে আমরা আমাদের বেশ কয়েকজনকে হারিয়েছি৷ নিহতের তালিকা ৪জনের নাম যুক্ত হয়েছে৷ অনেকে আহত হয়েছে। নিহত সাংবাদিকদের জন্য আমরা শোকাহত।

সর্বোপরি, গণমাধ্যমকর্মীদের আপন একমাত্র গনমাধ্যমকর্মী৷ সকল সাংবাদিক সংগঠন এক হোক৷ এক হোক সকল সহকর্মী। এই প্রত্যাশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা নামক মহান পেশার জয় হোক৷

মোঃ তালাত মাহমুদ ,কার্য নির্বাহী সদস্য,( নরসিংদী জেলা রিপোটার্স ইউনিটি )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা