কোটা সংস্কার আন্দোলনে হত্যা,নির্যাতন,জুলুম ও গণ গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরে বৃষ্টি ও পুলিশী বাঁধা উপেক্ষা করে সন্ধ্যার আগে এবং পরে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকসহ সাধারণ জনগণ
শুক্রবার (২ আগষ্ট) সন্ধ্যার আগে বৃষ্টিকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকসহ সাধারণ জনগণ। দিনাজপুর শহরেরসহ বিভিন্ন স্থান থেকে এসে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনারের সামনে একত্রিত হয়।
শ্লোগান দিতে থাকলে পুলিশ এসে বাঁধা দেয় এবং বাক-বিতন্ড ও ধাক্কা-ধাক্কিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরাসহ,শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকরা ।
এর পরও শিক্ষার্থীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন শেষে মিছিল নিয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা দেয়। এর পর তারা পুলিশের বাঁধা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে কোটা আন্দোলনে শহীদের স্মরণে আবারো মোমবাতি প্রজ্জ্বলন করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পরে প্রশাসন ও পুলিশের উবধর্তন কর্মকর্তাদের পরামর্শে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করে।