December 6, 2024, 1:16 pm
শিরোনামঃ
সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও মিছিল আগামীকাল শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ” ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কলারোয়ায় ৬ ডিসেম্বর গৌরবান্বিত মুক্ত দিবস

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র- জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র- জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল।

 

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে শহরের মুক্তির মোড়ে জেলা মডেল মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় শিক্ষার্থীরা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হতে পারেননি। পরে মসজিদ প্রাঙ্গণেই বৃষ্টিতে ভিজে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। সারা দেশে নিরীহ যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ছাত্রসমাজের ৯ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা। এ ছাড়া ছাত্রদের চলমান আন্দোলনে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের রাজপথে নেমে আসার আহ্বান জানান।এ সময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে আলাপ করার পর বিক্ষোভকারীরা মডেল মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন। নওগাঁ সদর ওসি জাহিদুল হক বলেন, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও বিজিবির টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন আছেন।
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা