আজ বৃহস্পতিবার ১৮ জুলাই ভোররাতে নওগাঁ জেলা সদর বর্ষাইল ইউনিয়নে ইউনিয়নের ঝিকরা ইটভাটার পাশে পানি সেচের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ হোসেন উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর মাস্টারপাড়া গ্রামের মৃত সাইদুল হোসেনের ছেলে। এঘটনায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সবুজ হোসেন তার পরিবারে সাথে ঢাকায় থাকে। গত কয়েক দিন আগে তার ছোট বোনের সিজারিয়ান অপারেশনের জন্য বাড়িতে আসেন। অপারেশন শেষে বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার গাড়িতে নওগাঁ থেকে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটে রাখে ও রাত সাড়ে ৯টায় তার চাচা সাখাওয়াত মোটরসাইকেল করে হাঁপানিয়া পর্যন্ত তাদের দুই ভাইকে নামিয়ে দিয়ে যান। পরে সজিবের বাবা রাত সাড়ে ১২টায় সজিবের ফোনে কল দিলে কথা হলে সজিব জানায় যে তারা সমস্যায় পড়েছে। তার কিছুপরে থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যায় এবং ভোর রাতে মাঠে মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
নওগাঁ।