চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অরানৈতিক সংগঠন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর রহমান সভাপতি ও আবু সায়েম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নাচোল ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষক আলেয়া বেগমের সভাপতিত্বে এক নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্তিত ছিলেন। এসময় সকলের মতামত নিয়ে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কোন বিরোধীতা ছাড়ায় শিবপুর শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানকে সভাপতি ও সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সায়েমকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এসময় ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, সহ-সভাপতি পদে নাচোল ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মাইনুল ইসলাম ও জোনাকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজুদ্দীন দুলালকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছে। এদিন সকলের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে ২১ সদস্যের অন্যান্য পদে মনোনীত করা হয়েছে। নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর তাঁদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে শিক্ষকগণ জানান।