নওগাঁর সান্তাহারে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সাধারণ ছাএরা। সকাল ৯ টায় তাদের আনুষ্ঠানিকতা শুরু করার কথা থাকলেও পুলিশ ও ছাএলীগের বার বার বাধার কারনে বেলা ১১টায় শুরু হয়। সান্তাহার সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় স্কুল পড়ুয়া আশেপাশের ছাত্র সমাজ। তাদের আন্দোলনের কাছে হার মেনে ছাএলীগ এবং পুলিশ পালিয়ে যেতে বাধ্য হয়। এক পর্যায়ে তারা উত্তরবঙ্গের প্রধান যোগাযোগকারী রেল স্টেশনটি নিজেদের আওতায় নিয়ে নেয়। বন্ধ থাকে প্রায় দুই ঘন্টা রেল যোগাযোগ। আন্দোলনকারীদের দাবি কোটাবিরোধী আন্দোলনে কোটা প্রথা বাতিল করা হক। তারা আরো জানান সরকার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের হামলা করার জন্য।আন্দোলনকারীরা জানান তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।