ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালে জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মোঃ মাহাফুজুর রহমান (মাকসুদ) জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ ১৭ জুলাই বুধবার সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন- ইমাম মাহফুজুর রহমান, এসময় তার সাথে ছিলেন চাচাতো ভাই মোঃ শাহদাত হোসেন, খালাতো ভাই মোঃ শহীদুল আলম। মোঃ মাহাফুজুর রহমান (মাকসুদ) জানান, আমি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের দক্ষিন ছোনাউটা গ্রামের বাসিন্দা। গভীর রাতে ৫/৭ জন মুখোশধারী লোক বাড়ীতে ঢুকে হাত, পা ও মুখ বেধে মারধর করে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার স্ত্রী কুলসুম বেগমের সহায়তায় প্রতিবেশি মোঃ খলিলুর রহমান আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে কাঠালিয়া থানা পুলিশের এসআই মোঃ হারুন আমার বাড়ীতে আসেন এবং আমাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। পরে আমি আমুয়া হাসপাতালে চিসিৎসার জন্য ভর্তি হই।
বর্তমানে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহিনতায় ভুগছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার জন্য সহায়তা চাচ্ছি।