আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই”এই শ্লোগানে ফরিদপুরের
চরভদ্রাসনে কোটা বিরোধী আন্দোলনে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে চরভদ্রাসন সদর বাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সদর বাজার হয়ে উপজেলা পোস্ট অফিসের সামনে গেলে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে চরভদ্রাসন থানা পুলিশকে শান্তিপূর্ণ
কর্মসূচি পালনের আশ্বাস দিলে মিছিলটি ছেড়ে দেয় পুলিশ।
মিছিলিট উপজেলা পরিষদের সামনের সড়ক গুরে বাজার বড় ব্রিজের উপর অবস্থান নেয়।এ সময় চাকুরিতে কোটা বাতিল ও দেশের বিভিন্ন স্থানে গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দবী জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সেক সাজ্জাদ হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফারিয়া জাহান প্রমুখ।
সাকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় চরভদ্রাসন সরাকির কলেজ ও বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ।অন্যদিকে থানা ছাত্রলীগ কিছু সংখ্যক নেতাকর্মীরা চরভদ্রাসন সরকারি কলেজে অবস্থান নিতে দেখা যায়।