সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কোস্ট গার্ডের মোবাইল কোট অভিযানে ৩ টি মাছ ধরার ফিশিং বোট , ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৮০ কেজি সামুদ্রিক ইলিশ মাছসহ ৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড আটক ব্যক্তিরা ভোলা ও বরিশালের বাসিন্দা, তাদের ৬ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে,
ভোলার বোট মাঝি বারেক, (৫০) জহিরুল ইসলাম (৩৫)ইব্রাহিম খলিল,বরিশাল মেহেদী গঞ্জ জয়লাল (৫০) তাদের সন্ধ্যায় উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসা হয়েছে।
চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে সোমবার (১৫ জুলাই ) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আলীম, উপজেলা মৎস্য অফিসার আতিক উল্ল্যাহ সন্দ্বীপ কোস্ট গাট পূর্ব জোন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সমূদ্র থেকে মাছ থেকে ফেরার পথে গুপ্তছড়া ঘাটে তাদের আটক করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ বলেন সাগরের ৬৫ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার মাঝি, জেলে জাল মাছ আটক করা হয়েছে।