বরিশাল,বাকেরগঞ্জ উপজেলায় স্ত্রী তার পরকিয়া প্রেমিককে বিয়ে করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রবাসী স্বামী শাহীন। গত (৯ জুলাই) মঙ্গলবার ভোরে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। আত্মহত্যাকারী প্রবাসী শাহীন হাওলাদার (৪০) বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভরপাশা এলাকার বাসিন্দা মো. হাবিব হাওলাদারের ছেলে। ঘরের পাশে আমগাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনা অপমৃত্যুর মামলা হয়।
ঘটনা সূত্রে জানা যায়- তিন সন্তানের জনক তার স্ত্রীর পরকিয়া প্রেমে জড়িয়ে বিগত ২০/৫/২৪ইং তারিখ তাকে তালাক দেয়। বিষয়টি জানতে পেরে গত ২৮ জুন দেশে ফিরে এসে শশুর বাড়িতে উঠে। সেখানে ৫/৬ দিন অবস্থান করে স্ত্রীকে বুঝিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু স্ত্রী ফিরে আসেনি। সোমবার রাতে স্ত্রী ফাতেমা আক্তার খুশি পরকিয়া প্রেমিক বেসরকারী সংস্থা কোডেকে বাকেরগঞ্জে কর্মরত মো. জাহিদুল ইসলামকে বিয়ে করে। এ সময় শাহীন ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে স্ত্রীকে অনেক বোঝানো সত্বেও শাহীনের সাথে আসতে রাজি না হওয়ায় এক পর্যায় নিজেই উদ্যোগী হয়ে সেখানে কাবিন নামায় স্বাক্ষী হিসেবে উপস্থিত স্বাক্ষর নিশ্চিত করেন। পরে রাতে বাড়ির পাশে আমগাছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা পরবর্তী নিহত শাহীনের ভাই মনির থানায় মৃত্যু সংবাদ প্রদান স্বাপেক্ষ অপমৃত্যু মামলা করেন। কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে নিতে একটা কুচক্রী মহল শুরু থেকেই পিছু নিয়ে ব্যাক্তিগত ইন্সু, রাজনৈতিক ইন্সু, ও পূর্ব শত্রুতার জেরে আত্মহত্যাকারী শাহীনের ভাইদের উস্কে দিয়ে অর্থিক ভাবে লাভবান হওয়ার প্রলবন দেখিয়ে ৭ জনকে আসামি করে ১০ই জুলাই ভাই মনির হাওলাদারকে দিয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করে যা ১৩ ই জুলাই শনিবার এজাহার করা হয়েছে যার মামলা নং-১৩ ধারা ৩০৬। এ ঘটনার দায়ের কৃত অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে বিস্ময় প্রকাশ করে। এ বিষয় অভিযুক্ত আসামি পলাশ হাওলাদার বলেন শাহীন আমাকে কখনো ফোন করেনি শাহিনের সাথে ফোনে আমার সাথে কোন কথা হয়নি প্রয়োজনে ফোন কল লিস্ট চেক করা হোক। আমি একই এলাকার সাংবাদিক হিসেবে ওখানে তথ্য সংগ্রহের জন্য একবার গিয়েছিলাম। ওদের নিজেস্ব পরিবারিক ঝামেলা দেখে কিছুক্ষণ পর আমি চলে আসছি। আমাকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলাটি করা হয় হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি।