April 25, 2025, 10:51 pm
শিরোনামঃ
অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নাসিরনগরের এক নারী সহ আটক -৬ ঠাকুরগাঁওয়ে নদী দখল করে স্থাপনা ! নরসিংদীর পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার মেম্বার ও যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার। বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন পেকুয়ায় চাদা না পেয়ে বেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আইএবি কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন অনুষ্ঠান সম্পন্ন রংপুরের পীরগঞ্জে মরা গরুর মাংস বহনকারী ভ্যানচালক আটক ও জরিমানা । পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের উপর গুলি বর্ষণে, বেরিয়ে এলো, থলের বিড়াল। ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নওগাঁয় বিশেষ অভিযানে চালিয়ে আশরাফ আলী বাড়ি থেকে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

ঢাবিতে রড, হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে বহিরাগতসহ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজু ভাস্কর্যের পাদদেশে

স্টাফ রিপোর্টার - ইমরান হক

১৫ আগস্ট দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের কর রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের শক্ত অবস্থান দেখা গেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৬আগস্ট) বেলা ৩টার দিকে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ হল শাখাগুলোর পদপ্রত্যাশী নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়েছেন।

প্রসঙ্গত গতকাল দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ছাত্রলীগের একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে। আজ বিকাল দুপুর দেড়টা থেকে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বেলা ৩টার পর থেকে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বহিরাগত টোকাই শ্রেণীর যুবকদের আনাগোনা দেখা যায়। হাজী মুহম্মদ মুহসীন হলে এমনই এক দলের সাথে দেখা হয় ইনকিলাবের টই প্রতিবেদকের সাথে। তারা জানাই হলের এক বড় ভাইয়ের কাছের ছোট ভাই হিসেবে তারা হলে এসেছেন। পরে ওই বড় ভাইয়ের সাথে কথা বললে তিনি হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান বলে পরিচয় দেন। তবে তার গেটআপ দেখে কোনোভাবেই হলের শিক্ষার্থী বলে মনে হয়নি এবং তার পরিচয় সনাক্ত করা যায়নি।

বেলা ৩টার দিকে টিএসসি এসে দেখা যায় এই এলাকায় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মী হাতে স্টিলের রঢ, হকিস্টিক, মাথায় হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের একটি প্রতিনিধি দলকে টিএসসি এলাকায় টহল দিতে দেখা যায়। জানতে চাইলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সাংবাদিকদের জানায়, কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইল টিমের সদস্যরা আসবে, মাইক বাজিয়ে সবাইকে সতর্ক করা হবে যাবে বহিরাগতরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তার পরও না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা