১৫ আগস্ট দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের কর রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের শক্ত অবস্থান দেখা গেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৬আগস্ট) বেলা ৩টার দিকে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন ছাত্রলীগ।
সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ হল শাখাগুলোর পদপ্রত্যাশী নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত গতকাল দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের পর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ছাত্রলীগের একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে। আজ বিকাল দুপুর দেড়টা থেকে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বেলা ৩টার পর থেকে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বহিরাগত টোকাই শ্রেণীর যুবকদের আনাগোনা দেখা যায়। হাজী মুহম্মদ মুহসীন হলে এমনই এক দলের সাথে দেখা হয় ইনকিলাবের টই প্রতিবেদকের সাথে। তারা জানাই হলের এক বড় ভাইয়ের কাছের ছোট ভাই হিসেবে তারা হলে এসেছেন। পরে ওই বড় ভাইয়ের সাথে কথা বললে তিনি হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান বলে পরিচয় দেন। তবে তার গেটআপ দেখে কোনোভাবেই হলের শিক্ষার্থী বলে মনে হয়নি এবং তার পরিচয় সনাক্ত করা যায়নি।
বেলা ৩টার দিকে টিএসসি এসে দেখা যায় এই এলাকায় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মী হাতে স্টিলের রঢ, হকিস্টিক, মাথায় হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের একটি প্রতিনিধি দলকে টিএসসি এলাকায় টহল দিতে দেখা যায়। জানতে চাইলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সাংবাদিকদের জানায়, কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইল টিমের সদস্যরা আসবে, মাইক বাজিয়ে সবাইকে সতর্ক করা হবে যাবে বহিরাগতরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তার পরও না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।