দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে চোলাই মদ তৈরির ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
১৪ জুলাই সকাল অনুমান ০৭.৪০ মিনিটের দিকে, ফুলবাড়ী পৌরসভার ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারকোনা মোড় সংলগ্ন নিরিবিলি মুন্সি হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান এর নির্দেশক্রমে এসআই মোঃ আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ১। শ্রী ষষ্ঠী পাহান (৩৪), পিতা- অজিত পাহান, মাতা- রায়মুনি পাহান, গ্রাম- চকপাড়া, ২। মোঃ শান্ত (২৮), পিতা- মোঃ বাবু, মাতা- মোছাঃ রেহেনা গ্রাম- পূর্ব পাড়া, উভয়ের থানা- বিরামপুর,জেলা-দিনাজপুর।
থানা পুলিশ সূত্রে জানা গেছে তারা দুইজন যোগসাজে করে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরীর কাঁচামাল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করার অপরাধে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে- ৩৬(১) সারণি’র ২৬/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজার রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেই, অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করে ফুলবাড়ী থানা থানা পুলিশ।
মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।