ওস্তাদ মোহন লাল দাশ বাঙালি সংস্কৃতি বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর
ওস্তাদ মোহন লাল দাশ ছিলেন বাঙালি সংস্কৃতি বিকাশে ও বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর। তার জনপ্রিয় গানের সুরের মূর্ছনায় মুক্তিযুদ্ধকালে বীর মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতো। নিরস্ত্র সাহসী অদম্য বাঙালিকে সুর ও ছন্দে সাহস যোগায় বাঙালির মুক্তির চেতনায়। ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম একথা বলেন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের নেতৃবৃন্দেরা আজ ১৪ জুলাই বিকাল চারটায় নগরের জেলা পরিষদের কার্যালয়ে ওস্তাদ মোহন লাল দাশের নামে ফটিকছড়ি উপজেলার হালদা নদীর উপর নবনির্মিত সেতু বা সড়কের নামকরণ করার দাবিতে স্মারকলিপি গ্রহণপূর্ব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ওস্তাদ স্বপন কুমার দাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক অভিষেক দাশ, সংগঠনের কর্মকর্তা মো হাসান মুরাদ, মো কালিম শেখ, মো আব্দুল মান্নান রানা, শিল্পী মিষ্টি রুপা, সরগম দাশ, মো রুবেল, মো রিমন ধ্রুব প্রমুখ।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, সংস্কৃতি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করে। সংস্কৃতি চর্চা ও বিকাশ যতবেশি হবে ততবেশি জাতি সমৃদ্ধ হবে। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাঙালি সংস্কৃতি বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওস্তাদ মোহন লাল দাশ যে অসামান্য অবদান রেখেছেন তা আজীবন জাতি কৃতজ্ঞতা সাথে স্মরণ করবে। তিনি আরও বলেন, ওস্তাদ মোহন লাল দাশের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ফটিকছড়ি উপজেলার যে কোন একটা সেতু বা সড়কের নাম ওস্তাদ মোহন লাল দাশে নামে নামকরণ করা হবে।