December 11, 2024, 7:29 am
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আওয়ামীলীগ নেতা পিয়ার আলীর কমেনি দাপট আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

ঢাবির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ১৪ দিনে গড়ালো

নিজস্ব প্রতিবেদক

সরকারের নতুন ঘোষিত সার্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ১৪ দিনে গড়ালো।
আজ রোববার (১৪ জুলাই) পূর্বের মতোই কর্মবিরতি ও সভা-সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শুরু থেকেই শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা আলাদা আলাদা কর্মসূচি নিয়ে আন্দোলন করে আসছে। এরইমধ্যে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলনের রূপরেখা কেমন হবে এ বিষয়ে আজ বিকাল ৪টায় আলোচনা সভায় বসার কথা ঢাবি শিক্ষকদের।

এদিকে ঢাবি শিক্ষকদের সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন শিক্ষকদের দাবি আদায় করলেই চলবে না কর্মকর্তা কর্মচারীদের স্বার্থও দেখতে হবে। অবিলম্বে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বর্তমান পেনশন নীতিই তাদের প্রত্যাশিত। একটি পরিবর্তন করতে হলে অনুরূপ কোন ব্যবস্থা চালু করতে হবে। নতুবা প্রত্যয় স্কিম মেনে নিবেন না।

এ সময় ‘অবৈধ প্রত্যয় স্কিম, মানি না মানবো না’, ‘প্রত্যয় না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’ প্রভৃতি স্লোগানে ঢাবি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা