সরকারের নতুন ঘোষিত সার্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ১৪ দিনে গড়ালো।
আজ রোববার (১৪ জুলাই) পূর্বের মতোই কর্মবিরতি ও সভা-সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
শুরু থেকেই শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা আলাদা আলাদা কর্মসূচি নিয়ে আন্দোলন করে আসছে। এরইমধ্যে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলনের রূপরেখা কেমন হবে এ বিষয়ে আজ বিকাল ৪টায় আলোচনা সভায় বসার কথা ঢাবি শিক্ষকদের।
এদিকে ঢাবি শিক্ষকদের সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন শিক্ষকদের দাবি আদায় করলেই চলবে না কর্মকর্তা কর্মচারীদের স্বার্থও দেখতে হবে। অবিলম্বে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা।
আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বর্তমান পেনশন নীতিই তাদের প্রত্যাশিত। একটি পরিবর্তন করতে হলে অনুরূপ কোন ব্যবস্থা চালু করতে হবে। নতুবা প্রত্যয় স্কিম মেনে নিবেন না।
এ সময় ‘অবৈধ প্রত্যয় স্কিম, মানি না মানবো না’, ‘প্রত্যয় না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’ প্রভৃতি স্লোগানে ঢাবি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।