:
মাননীয় পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল, মৌলভীবাজার মহোদয় ও অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা জনাব বিনয় ভূষন রায়।
এর সার্বিক দিক নির্দেশনায় ১৩ জুলাই, ২০২৪ খ্রিঃ তারিখ রাত্র ২৩.৩০ ঘটিকায় এসআই(নিরস্ত্র)/সুজন কান্তি পাল সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত জেরিন চা বাগানের ডলুবাড়ী লাইনস্থ আসামী উত্তম কাহার এর বসত ঘর হইতে ০৯(নয়) বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উত্তম কাহার (২৮), পিতা-মৃত উমা শংকর কাহার, স্থায়ী: সাং-জেরিন চা বাগান, ডলু বাড়ী লাইন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।